সফিকুল ইসলাম বাদল | শনিবার, ০৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 40 বার পঠিত
সারাদেশে ন্যায় ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থানে বৈযম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ ওপ্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কেুএ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ও নবীনগর উপজেলার বিটঘরে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় তারা কুট্টাপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বরোড মোড়সহ আশপাশ এলাকা প্রদক্ষিণ করেন। মহাসড়কের অবস্থান নেওয়ার কারণে উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।এসময় সহিংসতা এড়াতে মোতায়েন ছিল বিজিবি। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ও ডিবি সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেন। তবে আন্দোলন চলাকালে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।এদিকে বেলা সাড়ে ১২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী দক্ষিণ বাজার ঈদগা মাঠের সামনে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা হত্যা ও গ্রেফতারের নিন্দার প্রতিবাদ জানান।অপরদিকে জেলার নবীনগর উপজেলার বিটঘর পুকুর পাড় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এসময় তারা প্ল্যাকার্ড হাতে নানান স্লোগান দিতে থাকেন। তারা সেখানে প্রায় দুই ঘণ্টার মতো অবস্থান করেন। তবে সেখানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
Posted ১:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com