আসাদুজ্জামান তালুকদার: | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 297 বার পঠিত
সাম্প্রতিক সময়ে সরকার পতনের ঘটনায় সারাদেশে বিজয় মিছিল করে ছাত্র জনতাসহ নানাশ্রেণীপেশার মানুষ। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে বিজয় মিছিল করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
নেত্রকোণা জেলা সদরের চল্লিশা ইউনিয়নে বিজয় মিছিলে অংশ নেওয়ায় আজ মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় আহতরা হলেন আবির হোসেন(২০) পিতা: নাজিম উদ্দিন, হেলাল মিয়া(৫৫) পিতা: মৃত. নবাব আলী, মো: মাসুম মিয়া(৩৫) পিতা: আ: কাদির, আব্দুল কাদির(৭০) পিতা: মৃত নবাব আলী, অলিউল্লাহ্(৩৩) পিতা: নাজিমউদ্দীন। তারা সকলেই চল্লিশা সদর ইউনিয়নের বাসিন্দা।
তারা জানান, গতকাল সোমবার (৫ আগস্ট) বিজয় মিছিল করায় মঙ্গলবার (৬ আগষ্ট) বাড়ির পিছনের সড়কে অতর্কিত হামলা করে একই এলাকার মো: আলী(৪৩) পিতা: মৃত আ: কুদ্দুস, আলআমিন (৩৫) পিতা: মৃত আ: কুদ্দুস, আবুল কাশেম (৫৫) পিতা: মৃত. গোলাম হোসেন, রবি(৪০) পিতা: মৃত জমশেদ মিয়া, মোশাররফ হোসেন (৩৫), পিতা: মৃত জমশেদ মিয়া, আনিসুজ্জামান সিদ্দিকি(৩৮), পিতা: মৃত সিদ্দিকুর রহমান, রুপক মিয়া(২৪) পিতা: লিটন সহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে আনুমানিক সকাল ৯ টায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় হামলায় আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। আহতরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আরো জানান যে, তারা হাসপাতালে চলে আসার পরে আবার বসতবাড়িতেও হামলা চালায় হামলাকারীরা। এমতাবস্থায় তারা নিরাপত্তাহীনতা ভুগছেন। তারা এও জানান যে, হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক এবং হামলায় আহতরা বিএনপি সমর্থক।
এবিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে নেত্রকোণা সদর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাফি জানান, এবিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ জানালে আমরা বিষয়টি তদারকি করবো।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com