মোঃ মুরাদ মিয়া | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ খবরে শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচরে বিজয় উল্লাস করেন উপজেলার কামারেরচর বাজারস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উম্মে সালমা বিদ্যা নিকেতনের সকল শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়টির নতুন ভবন প্রাঙ্গণ হতে একটি মিছিল বের করা হয়। পরে সেটি কামারেরচর কলেজ মাঠ প্রদক্ষিণ করে উম্মে সালমা বিদ্যা নিকেতনের আঙ্গিনায় এসে ফুলেল শুভেচ্ছা ও বক্তব্যের মাধ্যমে শেষ হলে এরপর সকল শহীদদের স্মরণে দোআ অনুষ্ঠিত হয় ৷ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থী এবং জনগণের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বিদ্যালয়টির সিনিয়র শিক্ষকগণ ।
সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানিয়ে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শেখ ফরিদ বলেন, আওয়ামী দু:শাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন। এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের।
আওয়ামী দু:শাসনের বর্ণনা দিতে গিয়ে ভারাক্রান্ত ও অশ্রুভেজা চোখে তিনি আরোও বলেন ,এমনও সময় গেছে আমি জামায়াতের নেতা হওয়ার কারনে বিনা দোষে পরিবার – পরিজন ছাড়া পরিত্যক্ত জায়গায় অবস্থান নিতে হয়েছে ৷ বক্তারা বলেন, এটি দেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এ বিজয় সকল শ্রেণীর মানুষের বিজয় ৷
এখন সকল শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণ করতে হবে। কোন প্রকার হামলা, ভাংচুর সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না। আরোও উল্লেখ করেন, দেশে সংখ্যালঘু বলে কিছু নাই। সবাই আমরা বাংলাদেশী। সবার নিরাপত্তার দায়িত্ব আমাদের কাধে তুলে নিতে হবে ৷ এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে নিহত ছাত্রদের শাহাদাতের মর্যাদা কামনা করে রুহের মাগফেরাত কামনা করা হয়। আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। নিহত এবং আহত ছাত্রদের ক্ষতিপূরণ দেবার দাবিও জানান ছাত্ররা ৷
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com