জয়পুরহাট প্রতিনিধি | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 108 বার পঠিত
সারাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। যার বলির পাঠা হচ্ছেন সাধারণ মানুষজন।দেশের বিভিন্ন জায়গায় ঘটছে সহিংসতার ঘটনা। গতকাল সোমবার (৬ আগস্ট) বিকেল ৪ টার দিকে এই সহিংসতার ঘটনাটি ঘটে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ৯ নং ওয়ার্ডের সোনামুখী গ্রামের ফেরদৌস আলম ও তার পরিবার এই সহিংসতার শিকার।
এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, বিএনপির সাবেক কাউন্সিলর মজুর ছেলে, সোহান, সবুজ, মোহন ও ভাই মন্টু এবং ভাইয়ের ছেলে জয়, বিপ্লব দুলু, রুবেল ও হিরো আমিন, ও তার দল দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে ভুক্তভোগীর বাড়িতে ভাংচুর , লুটপাট ও পরিবারের সবাইকে গুরুতর জখম করে।
এর আগে গতকাল বিকেলে সোহান এবং ফেরদৌস হোসেন একাধিকবার বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা, গুরুতর জখম হয়ে তারা অনেকেই হাস্পাতালে ভর্তি এবং অনেকেই প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। হাসপাতালে ভর্তি সবুজ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন , কান্নায় ভেঙে পড়েন এবং বলেন এজন্যই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম ভাই? আজকে নিজের বাড়িতে থাকতে পারি না পালিয়ে থাকতে হয়।
আমার বাবা মারাত্মক জখম এখন আমাদের কী হবে? প্রত্যক্ষদর্শী হাসানুর জানান, এর আগে কখনোই এতটা নৃশংসতা দেখিনি প্রায় ৫০ জন লোক এসে হামলা চালায় এবং বাড়িঘরগুলো ভাঙচুর করে । তিনি বলন, আমরা তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের উপরও আক্রমণ করে । আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এ প্রসঙ্গে সহিংসতায় জড়িত থাকা সোহানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা কোন সহিংসতা করিনি উল্টো তারাই আমাদের আগে আক্রমন করেছিল। তিনি আরও জানান আমরা কোন আইন বা মিডিয়ার পরোয়া করি না আমরা প্রতিশোধ নিতে চাই, এদের নির্মূল করতে যা করতে হয় আমরা করবো। উল্লেখ্য, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবুজ হোসেন একজন ছাত্র হিসেবে এবং তার পরিবারের সক্রিয় ভূমিকা ছিল।
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com