শফিকুল ইসলাম বাদল | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 35 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জনজীবনে স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে শিক্ষার্থীদের যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মহা সড়ক ও রাস্তার মোড়ে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। দেশব্যাপী পুলিশ স্থাপনায় ও থানায় হামলা ও ভাংচুর সহ বিভিন্ন দাবিতে পুলিশ প্রশাসনের কর্মবিরতিতে থাকায় রাস্তায় দেখা যাচ্ছে না। তবে সেনাবাহিনীর সদস্যদের গাড়িবহর নিয়ে টহল দিচ্ছেন পরপর।
ট্রাফিক দায়িত্ব পালনকারী শিক্ষার্থী সায়েম বলেন, আমরা সকাল থেকেই নিজ উদ্যোগে পৌর ভাদুঘর বাসস্ট্যান্ডে থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান করি। সড়ক ও রাস্তায় যেন যানজট না হয় সেজন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অর্নাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল বলেন, “গণঅভ্যুত্থানের পর থেকে গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই। নেই কোন রকমের শৃঙ্খলা ব্যবস্থা।
এ অবস্থায় শহরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে আমরা সড়ক ও রাস্তার যানজট নিয়ন্ত্রণে নেমেছি। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত শিক্ষার্থীরা এই কাজ চালিয়ে যাবেন তারা। পথচারী রাকিব বলেন, দেশটি নতুন করে স্বাধীন হয়েছে।
এই স্বাধীনতার জন্য আমরা খুবই খুশি। দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর এই দিনটি পেয়েছি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে এতে আরও বেশি ভালো লাগছে। তাদের কাজকে স্বাগত জানাই। আরেক পথচারী হাসান মিয়া বলেন, তারা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পুলিশ সেভাবে পারে না।
তাছাড়া গাড়ি চালকরা নানা হেনস্থায় শিকার হতে হয়। তাই নতুন উদ্যোগে নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক বিগত দিনের মতো দিন আর যেন না আসে। রিকশাচালক রহিম মিয়া বলেন, ছাত্র জনতা ভাইদের আন্দোলনের ফলে দেশটা নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। যাদের কারণে দেশ স্বাধীন হলো তারা আজ আবার ট্রাফিকের দায়িত্ব পালন করছে। দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই নিয়ম মেনে চলছি।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com