মোঃ রাহিজুল ইসলাম | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর, জামতলা মোড়, কলেজ মোড়,বাজার রোড, থানা রোড ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বেশ কয়েকটি সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের। একইসঙ্গে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন ট্র্যাফিক পুলিশের ভূমিকায়।
এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে। একই সঙ্গে কিছুটা স্বস্তিও দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। শিক্ষার্থীরা জানায়, গত কয়েক দিনের আন্দোলনের সময় স্থানে ধাওয়া পালটা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এমনকি উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রায় ২০টি মোটর সাইকেল পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।
এর কারণে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল- লাঠিসোঁটা,পোড়া ময়লার স্তূপ পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা। এসময় সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে বিভিন্ন ময়লার স্তূপে রাখা হয়।
এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। এই পরিচ্ছন্ন কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ স্কাউটস, গ্রিন ভয়েস, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, আলোকবর্তিকা ও ইসলামি ছাত্র শিবির অংশ গ্রহণ করে।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com