নাদিমুল আল তানভীর | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 59 বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে সড়ক গুলোর ময়লা আবর্জনা পরিস্কার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দিনব্যাপী নগরীর প্রধান সড়ক গুলোতে বিজয় মিছিলের পর ফেলে যাওয়া আগুনে পোড়া ময়লা, কাঁচ সহ বিভিন্ন আবর্জনা পরিস্কার করতে লক্ষ্য করা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের।
পুলিশের কর্মবিরতিতে সড়কগুলোতে জন ভোগান্তি দূর করতে যানজট নিরসনে দলবদ্ধ ভাবে রুটিনমাফিক দায়িত্ব পালত করতেও দেখা যায় শিক্ষার্থীদের। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এসব উন্নয়নমূলক কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে সর্বস্তরের জনগণ তাদের সাহায্যে এগিয়ে আসছেন।
সাধারণ শিক্ষার্থীরা বলছে, দেশের ক্রান্তিলগ্নে আমাদের এগিয়ে আসতে হবে। তাই আমরা নগরীর পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের ভাইয়েরা রুটিন করে সফলভাবে পুলিশের শূন্যতা পুষিয়ে দিতে চেষ্টা করছে। যে সব ব্যক্তিরা আমাদের বিরোধিতা করেছিল তারাও আসছে সংস্কার কাজে যোগ দিতে।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com