মোহসীন মোহাম্মদ মাতৃক: | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 97 বার পঠিত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর পরে থেকে পুলিশের সাথে জনগণের দফায় দফায় হামলা হয়েছে। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে থানা। এর পরিপ্রেক্ষিতে ৯ দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে পুলিশ কর্মকর্তারা।
এরপর থেকেই সড়কে নেই ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারাদেশের মতো মানিকগঞ্জেও নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল থেকে পৌরসভার বিভিন্ন ট্র্যাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে যানজট নিরসনের জন্য শিক্ষার্থীদের কাজ করতে দেখা গেছে। ৭ আগস্টও যানজট নিরসনের জন্য শিক্ষার্থীদের সড়কে অবস্থান করতে দেখা গেছে।
মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান সমূহ খালপার, কোট চত্বর, বাসস্ট্যান্ড, পুলিশ লাইনসসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। এমনকি শিক্ষার্থীরা ট্র্যাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমেও গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সড়কে বিশৃঙ্খলা এড়ানোর জন্য তারা সবধরনের যানবাহনের জন্য রাস্তায় ২ টি করে লেন করেছেন। যানজট নিরসনে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন আনসার বাহিনির সদস্যরাও।
কয়েকজন শিক্ষার্থী জানান, যতক্ষণ না পর্যন্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হবে, ততক্ষণ তারা সড়কে থাকবেন। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতিতে নিরলসভাবে কাজ করবেন। সেই সাথে সড়কে চাদাবাজি বন্ধে কাজ করছেন বলেও জানান তারা।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com