এনায়েতপুর থানা আওতাধীন খোকশাবাড়ী কালী মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এনায়েতপুর থানা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শাখার জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, জামায়াত নেতা ডাঃ আইয়ুব আলী,এনায়েতপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ আঃ গফুর সাহেব,ডাঃ ইদ্রিস আলী, স্থানীয় সাবেক ইউপি সদস্য সোহরাব আলী,আকবর মন্ডল ও শিবিরের নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু-মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই।হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির রক্ষা করা, হিন্দুদের নিরাপত্তা বিধান করাসহ সার্বিক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন খোকশাবাড়ী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কালীপদ রায়, মাস্টার নীল কমল, সুভাষ চন্দ্র, ননী গোপাল, গবিন্দ সাহা, আকাশ মোদক,কার্তিক,সুনীল,অর্জুন মোদক প্রমুখ।