ফেনী প্রতিনিধি : | রবিবার, ১১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 73 বার পঠিত
গত শনিবার বিকাল ৪ টায় ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডে মধ্যম চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদি সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ওয়ার্ড সেচ্ছাসেবক দল এর আয়োজনে এক জনসচেতনতা মুলক সভা হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো ইমরান হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক টুটুল দেবনাথ, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক আবুল হোসেন মাসুন প্রমুখ সহ সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তব্যে নাসির উদ্দিন খন্দকার বলেন দেশের সাধারন ছাত্র জনতার গনভ্যুথান এর মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। এখন দেশের সুনাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন পাড়া মহল্লায় একত্রিত হয়ে সাধারণ মানুষের জান মালের হেফাজত করা। এই পরিস্থিতি তে নৈরাজ্য কারি সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না।
এডভোকেট মেজবাহ উদ্দিন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জাতীয়তাবাদী দলের নাম বিক্রি করে যদি কেউ লুটপাট চালায় তাকে শক্ত হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন এই মুহুর্তে দলে নতুনদের না ভেড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com