| রবিবার, ১১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 96 বার পঠিত
সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এস এম হারুন রশিদ।
দপ্তর সম্পাদক ইসমাইল ভূইয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, ওমান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক জাকির হোসেন রাজা, জামাল সর্দার, কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, মুক্তার প্রধানিয়া, ডাঃ নাজিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অনেক নেতৃবৃন্দ।।
এ সময় অতিথিরা দেশের পরিস্থিতিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সরকার পরিবর্তনের ফলে দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়েও কথা বলেন তাঁরা। এসব ঘটনার নিন্দা জানিয়ে, দ্রুত এ সংকটকালীন সময় যেন কেটে যায় এবং এবং স্বাধীন বাংলাদেশে সবাই যেন সম্মানের সাথে বাঁচতে পারে সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
Posted ৪:২২ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com