শিমুল রানা: | রবিবার, ১১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 96 বার পঠিত
রানীশংকৈলে উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আজ (১১ আগস্ট) রোববার সকালে উপজেলার হোসেনগাও ইউনিয়নের উজধারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন বলে জানা যায়।
মারা যাওয়া দুইজন হলেন ঠাকুরগাও এর রানীশংকৈল উপজেলার উজধারী গ্রামের সেয়দ আলীর স্ত্রী মেরিনা আক্তার মিন্নি (৪৫), ও তার সপ্তম শ্রেনি পড়ুয়া মেয়ে সাথি আক্তার (১৪)। মেরিনা আক্তার মিনি হলেন ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী (কাচামাল) মিন্টু এর বোন ও সাথি আক্তার তার ভাগিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে অঝড়ো বৃষ্টি হলে মিন্নি ও তার মেয়ে ইতি মাঠে হাস নিতে গেলে বৃষ্টির সময় বজ্রপাতে তারা মারা যান বলে জানা যায় । আজ সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোন সদস্য বা থানা পুলিশের কেউ সেখানে যায়নি।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com