আনোয়ার হোসেন | সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
কর্মস্থলে ফিরেছেন গাইবান্ধার পুলিশ সদস্যরা। এতে করে জনমনে ফিরেছে স্বস্তি। এই উপলক্ষে সোমবার (১২ই আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন। ব্রিফিং এ পুলিশ সুপার কামাল হোসেন বলেন, আজ থেকে প্রতিটি থানায় সেবামূলক সকল প্রকার কার্যক্রম চালুকরা হয়েছে।
তিনি বলেন, এখন সদর থানার কার্যক্রম পরিদর্শন করা হলো।পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানার কার্যক্রমও পরিদর্শন করা হবে। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, সদর থানার অফিসার ইনচার্জসহ থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লখ্য, এর আগে গত ৫ই আগস্ট সরকার পতনের খবরে বিক্ষুব্ধ লোকজন থানা ঘেরাও করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতার ভয়ে পুলিশ সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এরপর থেকে বিএনপি জামায়াতের নেতকর্মীদের পাশাপাশি আনসার সদস্যরা অরক্ষিত থানা পাহারা দেন।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com