আনোয়ার হোসেন | সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
প্রায় এক সপ্তাহ পর গাইবান্ধার সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর তারা দায়িত্ব পালন শুরু করছেন। সোমবার (১২ আগস্ট) সকালে ট্রাফিক পুলিশ সদস্যরা যোগ দেন। এ সময় অনেকে তাদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, গত কয়েকদিন বাঁশি-লাঠি হাতে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সামলাচ্ছিলেন শিক্ষার্থীরা। এদিনও ট্রাফিক পুলিশের সঙ্গে তারাও কাজ করছেন। সোমবার সকাল থেকে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করে ট্রাফিক পুলিশ। পুরাতন জেলখানা মোড়, পুরাতন ব্রীজ, ট্রাফিক মোড়, ডাক বাংলো মোড়, ডিসি অফিস ও পার্কমোড়, এলাকা ঘুরে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এসব জায়গায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থী ও আনসার সদস্যরা সকাল থেকে কাজ করছেন। উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। সারাদেশে বিভিন্ন থানায় হামলা হয়। সেই সাথে পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে। একপর্যায়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।
Posted ১:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com