আনোয়ার হোসেন | সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 38 বার পঠিত
টানা কয়েক দিন বন্ধ থাকার পর আজ সোমবার কর্মবিরতি প্রত্যাহার করে চালু করা হয়েছে গাইবান্ধার সকল থানায় কার্যক্রম। গাইবান্ধা সদর থানার কার্যক্রম শুরু হবার প্রথম দিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্ররা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় ।
সেই সাথে শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। এসময় পুলিশ সুপার ইবনে মিজান সহ অতিরিক্ত পুলিশ সুপার, থানার ইনচার্জ সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন । পুলিশ সুপার ইবনে মিজান জানান, গাইবান্ধা জেলার ৭ টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে ।
থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়েছে দেখে জন সাধারনের মধ্যে আইন শৃঙ্খলা অবনতির ভয় কেটে গেছে। উল্লেখ্য, সকল থানায়-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হওয়ায় সর্বসাধারনের স্বস্থির নি:শ্বাস ফিরে এসেছে । এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গাইবান্ধায় জনজীবনে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। জেলা ও উপজেলা শহরে সকল প্রকার ছোট বড় যানবাহন রাস্তায় চলাচল করছে । সড়কের গুরুত্বপূর্ন পয়েন্টে গুলোতে আজ সকাল থেকে ট্রাফিক সদস্যরা আবারও দায়িত্ব পালন শুরু করেছে ।
Posted ১:২৮ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com