জার্মানি প্রতিনিধি | সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 43 বার পঠিত
রোববার ১১ আগস্ট জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল ১৭তম আলগয় প্যানারোমা আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথন। বরাবরের মতই বাংলাদেশের পতাকা হাতে ঐতিহ্যবাহী এই ৪২ দশমিক ২ কিমিঃ ম্যারাথনে অংশ নিলেন বাংলাদেশী দৌড়বিদ শিব শংকর পাল।
এদিন সকাল ৮টায় জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তে মনোমুগ্ধকর আল্পস ঘেষে ঐতিহ্যবাহী এই ম্যারাথনটি শুরু হয় আলগয়ের সন্টহফেন থেকে, তারপর প্রাকৃতিক সৌন্দর্যের আধার হোইরনারকেটে হয়ে অফটারসোয়াংগার-সিগিসভাংগার থেকে রাঙ্গিসভাংগার-হর্ণ হয়ে ভাইহেয়ারকফের উপর দিয়ে আল্পসের দিকে এগিয়ে যেতে থাকে ।
সমতল থেকে অনেক উচুতে উঠে ম্যারাথনটি ধীরে ধীরে পাহাড়ের পাদদেশ হয়ে আবার সমতলের দিকে নেমে যায়। এরইধ্যে বলগেনটাল, বের্গহাউস সোয়াবেন তারপর ইলের হয় ভোনেমারে এসে শেষ হয়। বিশ্বের নানা দেশের প্রায় কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে এই ম্যারাথনে অংশগ্রহণ করেন বাংলাদেশি একমাত্র দৌড়বিদ শিব শংকর পাল, এ নিয়ে তিনি ব্যাক্তিগত পর্যায়ে ১২৯তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন।
পাহাড়-পর্বতের উপর দিয়ে দারুণ কষ্টের এই ম্যারাথনটি শেষ করতে শিব শংকর সময় নিয়েছেন ৫ ঘন্টা ৪২ মিনিট। ম্যারাথনটির ফিনিশিং লাইন শেষ করে শিব শংকর পাল বলেন, তরুণদের হাত ধরে জেগে ওঠা নতুন বাংলাদেশের জন্য তার এই ম্যারাথনটিতে অংশ নেয়া।
পুরো পথ জুড়ে লাল সবুজের পতাকা নিয়ে অনুপ্রেরণা দিতে আসা শিব শংকরের সহধর্মীনী শিখা শংকর পালসহ প্রদ্যুৎ ও অদিতির পরিবারকে বিশেষভাবে ধন্যবাদ জানান শিব শংকর। ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া জার্মানির মিউনিখে বসবাসরত শিব শংকর পেশায় পাল ইলক্ট্রো নামে একটি প্রতিষ্ঠার সত্ত্বাধিকারী। এই দৌড়বিদের আশা অদুর ভবিষতে বাংলাদেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া। তিনি বলেন দেশের পতাকা হাতে দৌড়ানোর মত গর্ব আর কিছুতেই হয়না।
Posted ৮:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com