মিলন হুসাইন | সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 72 বার পঠিত
পদত্যাগ না করার কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বেলা ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
পরে অ্যাকাডেমিক ভবনের সামনে উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে পদত্যাগ-পদত্যাগ স্লোগান দিতে থাকে। নোবিপ্রবির শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা।
এই ক্যাম্পাসে এদের কোনো স্থান নেই বলে জানান তারা। এছাড়াও প্রধান ফটকে ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞার ব্যানার টাঙানো হয়। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলজকি হোসেন বলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া সত্ত্বেও সম্মানের সহিত পদত্যাগ না করায় এই বেহায়া, নির্লজ্জ, উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।
এদের কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই আমরা প্রধান ফটকে এদের প্রবেশে নিষেধাজ্ঞা ব্যানার টাঙিয়েছি। প্রতিবাদের ধারাবাহিকতায় আজ আমরা কুশপুত্তলিকা দাহ এবং বিক্ষোভ সমাবেশ করেছি। এরা আগেও শিক্ষার্থীবান্ধব ছিল না এবং ভবিষ্যতেও সেটা পারবে না।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com