| বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 31 বার পঠিত
নেত্রকোণার কলমাকান্দায় চাঁনপুর কালী মন্দির (চানপুর কালীবাড়ি ) আজ বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেন বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কলমাকান্দা উপজেলা শাখার নেতাকর্মীরা, চানপুর কালী মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবন যাপন করার জন্য আহ্বান জানানো হয়।
সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যা ও তাদের বিপদে-আপদে পাশে থাকার কথা জানান উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।বিভিন্ন কু’চ’ক্রী মহলের নী’ল নকশার পায়তারা প্র’তি’রো’ধে কলমাকান্দা উপজেলা জামায়াত ও বি এন পির নেতা কর্মীরা উপজেলা সদরের চানপুর কালী মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলাইমান হক সহ বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতা-কর্মী, মন্দিরের পুরোহিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com