আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
রেজিস্ট্যান্স উইক ৪ দফা কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টার দিকে পৌর শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর পার্কের বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
৪ দফা দাবিগুলো হচ্ছে, জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করা, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা মামলা ও হত্যাকান্ডের বৈধতাকারীদের অপসারণ ও বিচার করা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যর শিকার হয়েছেন তাদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com