রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 33 বার পঠিত
লঘু চাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের কাছে বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।ডুবে যাওয়ার ট্রলারের সব জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারটি ভেসে গেছে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক জাহাঙ্গীর মাতুব্বর জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। কিন্তু এসময় ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। পাশে থাকা অন্য একটি ট্রলার জেলেদের উদ্ধার করে।
Posted ১২:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com