মুকুট রঞ্জন দাস: | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 159 বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও রোগমুক্তি উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ আলেকের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম, আবদুল কাইয়ূম খান রুমান, বিএনপি নেতা আলাউদ্দিন হীরা,বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকি, তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি উমর ফারুক কাঞ্চন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব নূর মোহাম্মাদ, আবুল মনসুর, আবদুল লতিফ, শামিম আহমেদ, অজয় সরকার,শামীম রেজা, শহীদ খান, জুবায়ের আহমেদ হৃদয় ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব হিমেল মিয়া,উপজেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা রুহুল আমিন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে তাড়াইল এর কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া রুবেল ও আবদুল্লাহ’র আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন,কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দিগদাইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান সারোয়ার আলম।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল,তাঁতীদল সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com