সফিকুল ইসলাম বাদল: | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিনমাস আটকে রেখেছিলেন তারই আট ছেলে। খবর পেয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর পৌরসভার গোকর্ণঘাট এলাকা থেকে বৃদ্ধাকে উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া বৃদ্ধার নাম মোছা: জাহানারা বেগম (৭০)। তিনি গোকর্ণঘাট এলাকার মৃত মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী
স্থানীয় সূত্রে জানা যায়, মোছা: জাহানারা বেগমের ৯ ছেলে এবং ৩ কন্যা সন্তান রয়েছে। একজন সন্তান ছাড়া বাকি সন্তানরা সম্পত্তির লোভে তাকে তিনমাস একটি ঘরে আটকে রাখেন। করতেন প্রায়ই নির্যাতন।সম্পত্তি লিখে দেওয়ার জন্য প্রায়ই মারধর করতেন বলে খবর পাওয়া যায় এবং সঠিক সময়ে খাবারও দিতেন না।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে সেনাবাহিনী।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, আমার কাছে এখনো কেউ অভিযোগ করেনি। এ ধরণের কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
Posted ১২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com