মোঃ সাকিবুল ইসলাম | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 35 বার পঠিত
বিএনপির কোন নেতাকর্মী, বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজি ও ভূমিদখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে সোপর্দ করার আহবান জানিয়েছেন দলটির চেয়ারপাসেনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার দুপুরে রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি। মিজানুর রহমান মিনু বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি করেছে বা এখনো করছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। এতে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সর্বোচ্চ নেতার আদেশে আদিষ্ট হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী যদি অপকর্ম করেন, যেমন- বাড়িঘর ভাঙচুর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী করেন তাহলে সেনাক্যাম্প, পুলিশ কমিশনার, আইন শৃংখলা বাহিনীসহ দলের জেনারেল সেক্রেটারী বরাবরে অভিযোগ করবেন। তিনি আরো বলেন, দৃস্কৃতিকারীরারা দলের নাম ভাঙিয়ে এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। এমন কর্মকাণ্ডের কারণে জাতি বিশে^র কাছে ভাবমুর্তি হারাচ্ছে। এরজন যারা দায়ি তাদের আইনের আওতায় আনা হবে। পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের যারা দালাল, সন্ত্রাসী, লুটেরা ও জনগণের উপরে নির্মম নির্যাতনকারী কোন নেতাকর্মীর সাথে দলের কেউ মিশে থাকে বা আশ্রয় দেয় তাহলে তাদেরও দল থেকে বহিস্কার এবং আইনের হাতে তুলে দেয়া হবে।
তারেক রহমান দেশে ফেরার বিষয়ে মিনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। দ্রুত তাকে দেখে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কেউ যেন ভবিষ্যতে না করতে পারে এজন্য সকলকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রী নেতা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর রফিকুল ইসলাম ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন ও রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী।
Posted ২:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com