মেহেদী হাসান | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 77 বার পঠিত
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজারে সাধারণ ছাত্র সমাজ । নিহত সবুজ শ্রীবরদী সরকারি কলেজ থেকেই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র সমাজের পক্ষ থেকে উজ্জল, রুবেল, আশিক, হারুন, আনিছ,সোহান,কাফি,অপু আরো অনেকে। ১৬ আগস্ট জুম্মার নামাজের পর তারা শহীদ সবুজের বাড়িতে যান। তারা শহীদ সবুজের জন্য দোয়া প্রার্থনা ও তার পরিবারকে আর্থিক সহায়তা দেন।
এই মহৎ কাজে ঝগড়ার বাজারের সকল শিক্ষক, স্কুল ও কলেজ, অবিভাবক, শিক্ষার্থী সহায়তা করেছেন । উল্লেখ্য শ্রীবরদীর রূপার পাড়া গ্রামের আজহার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ই আগস্ট দূর্বৃত্তদের গুলিতে নিহত হন। স্থানীয়রা সবুজ হত্যার বিচার চেয়েছেন।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com