মুকুল বসু | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 73 বার পঠিত
ফরিদপুরের সালথায় অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নাফিস মাতুব্বর (১১) নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাফিস ওই গ্রামের তারা মাতুব্বরের ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, নাফিস তার বাবার অটোভ্যান চালিয়ে পাশ্ববর্তী বিনোকদিয়া বাজার থেকে বড় লক্ষণদিয়া মাদ্রাসার দিকে যাচ্ছিলেন।
এসময় মঙ্গল শেখ নামের এক ব্যাক্তির বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মান্দার গাছের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে নাফিস।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। লাশ ও ভ্যান তার পিতার নিকট বুঝে দেয়া হয়। এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Posted ১২:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com