জাহিদ হাসান: | রবিবার, ১৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 62 বার পঠিত
সর্বাত্মক ৪৮ দিন বন্ধ থাকার পর ক্লাসে ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সংস্কারের দাবীও অভ্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
গত ২৬ জুন থেকে শিক্ষকদের কর্মবিরতির সময় কিছু ক্লাস চললেও পরে ১ জুলাই থেকে সর্বাত্মক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতি পেলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরিক্ষা বন্ধ হয়ে যায়। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ১৮ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে ক্লাস শুরু হয়।
এছাড়া কিছু বিভাগে ক্লাস শুরু হলেও অনেক বিভাগে এখনো ক্লাস শুরু হয় নি। ক্লাস করতে কিছু বিভাগের শিক্ষার্থীরা অপারগতা দেখালে বিভাগের শিক্ষাকদের সাথে দাবী দাওয়ার বিষয়ে শিক্ষার্থীরা আলোচনা করেছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খিজির সিফাত বলেন, “বিশ্ববিদ্যালয়ে ক্লাস অনেকদিন পর খুলেছে এইজন্য আমরা খুই আনন্দিত তবে যে আন্দোলনের ফলে এত শিক্ষার্থী রক্ত দিয়েছে সেই রক্ত আমাদের আমরা বৃথা যেতে দেয়নি আর দেবোও না। আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কার অভ্যহত রাখতে যা যা করতে হয় আমরা করবো।”
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আলী আহসান বলেছেন, “বিশ্ববিদ্যালয় খুলেছে সবাইকে দেখতে পারছি সেটা খুবই আনন্দের বিষয়। তবে এরই মাঝে আমরা কিছু বড়ভাই ও বন্ধুদের হারিয়েছি সেই জন্য যতটা আনন্দিত ততটাই বিষঘ্ন।”
এর আগে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবীর মুখে উপাচার্যসহ, প্রক্টোরিয়াল বডি, রেজিস্ট্রার পদত্যাগ করে। এবং শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেওয়া আশ্বাস দিয়েছেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধয়াপক ড. হুমায়ুন কবীর।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com