আনোয়ার হোসেন: | রবিবার, ১৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ আগষ্ট) দুপুরে বুড়াইল কলেজ চত্বরে দোয়া মাহফিল ও আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম সহ প্রতিষ্ঠানে কর্মরত প্রভাষক ও শিক্ষকবৃন্দ এ উপলক্ষে আলোচনায় বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ ও আহত হওয়া সব শিক্ষার্থীদের কথা তুলে ধরে অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বলেন, ‘সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশগ্রহন করে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com