আনোয়ার হোসেন | সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 35 বার পঠিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তপন সাহা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধাপেরহাট এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের পালানপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন সাহা পালানপাড়া (বড় সাহাপাড়া) গ্রামের মৃত হরি সাধুর ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় তপন সাহা মোটরসাইকেল চালিয়ে সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে আয়ান অ্যান্ড সোমা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।
এতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তপন সাহা মারা যান।
গতকাল এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী বলেন, ওই স্থানে দুর্ঘটনার খবর লোকমুখে শুনেছি। ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com