মাসুদ রায়হান: | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 42 বার পঠিত
মনিরামপুর উপজেলার নেহালপুরের কালিবাড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার নেহালপুরের শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিরতিহীনভাবে সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ২০৮ জন ভোটারদের ভোট প্রদান চলে। উল্লেখ্য কমিটির বাকিপদ গুলো নির্বাচন ছাড়াই সিলেকশন হয়। এ নির্বাচনে সভাপতি পদে তিনজন ব্যাবসায়ী এবং সাধারন সম্পাদক পদে দুইজন ব্যবসায়ী প্রতিদন্দিতা করেন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে মোঃ সাইফুল্লাহ ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মোঃ শিমুল হোসেন পান ৬৯ ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ মফিজুর রহমান মিলন ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী মোঃ সাইফুল আলম পান ৮১ ভোট।
কমিটির যারা সিলেকশন হন সহ সভাপতি আঃ জলিল ও বাবলুর রহমান, সহ সাধারন সম্পাদক পদে ইকবাল হোসেন ও আঃ কুদ্দুস (সাগর), কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউসুপ আলী মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মামুন ইসলাম, প্রচার সম্পাদক আকাশ রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিলন, ক্রীড়া সম্পাদক ঈমান আলী মালিথা, কৃষি ও উন্নয়ন জহির রায়হান, বন ও পরিবেশ সম্পাদক শামিম পারভেজ এবং সদস্য পদে শাহরিয়ার ইমন, লিমন খন্দকার, লুৎফর রহমান, শরিফুল ইসলাম, আতাউর রহমান ও মুকুল হোসেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বচন কমিশন মাওঃ আবু তালহা, সহকারী কমিশনার হিসাবে ছিলেন তরুন রায়, গোলাম রসুল, মাসুম বিল্লাহ ও অরুপ মিত্র।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com