ইসমাইল ইমন: | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
চট্টগ্রামে সিএনজি চালকদের বিভিন্ন দাবি দাওয়ার নামে গতকাল সোমবার নগরীর বিভিন্ন সড়কে শতাধিক সিএনজি ভাংচুরের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর সিএনজি মালিক ঐক্য পরিষদ। ২০ আগষ্ট মঙ্গলবার নগরীর বাদুরতলা, জহির ব্রাদার্স মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে।
জহিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় উপস্থিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে, মোঃ সিরাজুল মোস্তফা,নুর মোহাম্মদ কোম্পানি, মোঃ দিদারুল আলম,সমাবেশে বক্তারা বলেন। সিএনজি চালকদের দাবি দাওয়ার নামে পদত্যাগী, পলাতক ফ্যাসিস্ট সরকারের অনুসারী টোকেন ব্যবসায়ী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী হারুন, জসিম ও সোলায়মানের নেতৃত্বে দীর্ঘদিন, বিভিন্ন জেলার অবৈধ সিএনজি,অনটেষ্ট , অবৈধ সিএনজি টোকেনের মাধ্যমে নগরীতে অবাধে চলাচলের সুযোগ করে দেয়।
মুখোশধারীরা নগরীতে অস্বিতিশীল পরিবেশ সৃষ্টি করে,বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে সিএনজি ধর্মঘটের নামে নগরীতে শতাধিক গাড়ি ভাঙচুর, সিএনজির যন্ত্রাংশ খুলে নেয়া,চালকদের মারধর ও যাত্রীদের হয়রানি করে এক আতংকিত পরিস্থিতি সৃষ্টি করে।
আমরা এই সমাবেশ থেকে অনতিবিলম্বে ঐসব সন্ত্রাসী, দূষ্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানায়।সেই সাথে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করা নাহলে আমাদের সিএনজি ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।এসময় আরো উপস্থিত ছিলেন। মোঃ আরিফ, মোঃ নেজামুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ কামাল হোসেন,রনি কুমার নাথ,সাঈদুর রহমান, মন্জুরুল হক, মোঃ তানভীর প্রমুখ।
Posted ১০:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com