জার্মানি প্রতিনিধি: | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 192 বার পঠিত
যথাযোগ্য মর্যাদায় ওোকের আবহে সোমবার ১৯ আগস্ট মধ্য বার্লিনের একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগের উদ্যেগে ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যায় শোক দিবস পালিত হয়েছে।
একই সাথে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন প্রধান বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর উপুর্যপোরি গ্রেনেড হামলায় নিহত ২৪ জন ও পাঁচ শতাধিক আহতদের স্মরণ ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৫ আগস্টে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ প্রবাসীরা, তারপর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন শেষে সমবেত জাতীয় সংগীত শুরু হয় আলোচনা সভা। সভার শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ ও কবিতা আবৃত্তি করেন বর্ষিয়ান কবি ও সাংবাদিক দাউদ হায়দার।
এসময় দেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর অবদান ও ৭৫ এ নির্মম হত্যাকান্ড নিয়ে আলোচনা করা হয়।
জার্মান আওয়ামী লীগের শীর্ষনেত্রী নূরজাহান খান নূরীর পরিচালনায় ও বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান । অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নূর ই আলম সিদ্দিকী রুবেল, সুর্য কান্ত ঘোষ, শীর্ষ নেতা মো: শাহ আলম, রেদোয়ান শেখ , রুবেল শরীফ, রনি মাতুব্বর, পলাশ হাওলাদার, ওয়াদুদ মিয়া, রানা ভুঁইয়া, পরাগ আলম, রিমন আহমেদ, নুরুল হক, বদিউজ্জামান, নাজিমউদ্দীনসহ আরো প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতির জনককে স্বপরিবারে হত্যার মাধ্যমে খুনিরা সেদিন প্রমাণ করেছিল তারাই দেশের প্রকৃতপক্ষেই স্বাধীনতা বিরোধী। বঙ্গবন্ধুর আদর্শকে বাংলার মাটি থেকে চিরতরে মুছে দেয়ার ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে বক্তারা বলেন ২০২৪ সালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বর বাড়ি পুড়িয়ে দেয়া ও শেখ হাসিনাকে জোর পূর্বক দেশ ত্যাগে বাধ্য করা একই সুত্রে গাথা।
জনগণের ভালবাসার টানে শেখ হাসিনা আবারো দেশে ফিরে আসবেন এমনটাও আশা করেন স্মরণ সভায় আগত সকলেই। সভায় বার্লিন ছাড়াও সংগঠনটির বিভিন্ন প্রদেশের শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সবশেষে মুক্তিযুদ্ধে সকল শহীদ ও দেশ ও দেশের সকলের জন্য দোয়া করা হয়।
Posted ৬:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com