তানভীর ইসলাম আলিফ | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 29 বার পঠিত
হোমনার সব চেয়ে ব্যস্ততম রাস্তা চৌরাস্তা থেকে হোমনা ২নং প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল দশা থেকে ফিরেছে স্বাভাবিক অবস্থায়। আজ ২১ ই আগস্ট শুক্রবার হোমনা ছাত্র জনতার প্রচেষ্টায় এ গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন হয়েছে।
এর তত্বাবধানে ছিলেন পৌর মেয়র।দিনের পর দিন বেহাল অবস্থায় পড়ে ছিলো রাস্তাটি।পূর্বের তত্বাবদায়কদের কাজ ভুল হওয়াতে এমন সমস্যায় পড়তে হয়েছে।এ সমস্যার কারণে দীর্ঘ জ্যাম লেগে থাকতো এখানে,ফলে প্রায় দেড় কিলোমিটার পথ ঘুরে গাড়ি গন্তব্যে পৌছাতো।এতে সময় ও অর্থ দুটোই বেশি লাগতো।
ইমার্জেন্সি রোগী হলে পড়তো বিপাকে।এখন ছাত্র জনতা তার অস্থায়ী সমাধান খুজে বের করে পৌর মেয়রের নিকট প্রস্তাব করেছে। ভিটি বালু ও অন্যান্য কঙ্কর দিয়ে উচু নিচু সমান করে দিয়ে দুই লেনে গাড়ি চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত নেওয়ার ।
শুক্রবার সকাল ১০ টা বাজে ছাত্র জনতা উপস্থিত থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে।এখন জনজীবন অনেকটাই সহজ হয়েছে।হোমনার ছাত্র জনতা,হোমনার সকল সমস্যা নোট করে করে তা সমাধান করার চেষ্টা করে যাচ্ছে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com