মুকুল বসু: | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের আল-মদিনা ইলেকট্রিক এন্ড স্যানেটারীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র এসময় নগদ ১ লাখ পাঁচ হাজার টাকা, ডিল মেশিন, তারের কয়েন সহ Luxury ইলেকট্রিক সামগ্রী নিয়ে যায়।
জানা যায়, বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায়
অবস্থিত আল মদিনা ইলেকট্রিকের দোকানে
বুধবার গভীর রাতের কোন এক সময় চুরি হয়।
দোকানের মালিক হান্নান মিয়া বুধবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেখেন দোকানের চালের একটি টিন কাটা। পরে চুরির বিষয়টি টের পান। এ ঘটনায় মালিক হান্নান মিয়া বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান মিয়া জানান,নগদ অর্থ সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com