নাজমুল হাসান: | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে কুমিল্লার তীরবর্তী উপজেলা গুলোতে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
গোমতী নদীর পানি বেড়ে দেবিদ্বার উপজেলার রক্ষা বাঁধে ছুঁই ছুঁই করছে। বাঁধটি ভেঙে গেলে দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হবে। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে মানুষের দিন কাটছে। নদী তীরবর্তী বন্যার্ত মানুষের জন্য ৪৫০ প্যাকেট শুকনা খাবার নিয়ে পাশে দাড়িয়েছেন কুমিল্লা -৪ দেবিদ্বার উপজেলা সাবেক বিএনপির সাবেক ২ বারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।
আজ শুক্রবার দেবিদ্বার উপজেলা পৌরসভা ২নং ৪নং ওয়ার্ডের বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সমগ্রী বিতরণ করেন। আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সী একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি ১৯৫০ সালের ১ জানুয়ারি কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন। কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১, ১৯৯৬–এর ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬–এর ১২ জুন ও ২০০১, ২০০৬ পর্যন্ত টানা চারবার সাংসদ নির্বাচিত হন।
আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওনার সুযোগ্য সন্তান জনাব রেজবিউল আহসান মুন্সি। রেজবিউল আহসান মুন্সি বলেন আমার বাবা দেবিদ্বার উপজেলা সাবেক ৪ বারের এমপি নির্বাচিত হয়েছে। তিনি সবসময় দেবিদ্বার মানুষের পাশে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে পাশে ছিলেন। গত ১৫ বছর স্বৈরাচার সরকারের সময়েও অনেক বাধাবিপত্তির মধ্যে দিয়েও মানুষের সেবা করে গেছেন।
২০০৪ সালের দেবিদ্বার উপজেলা বড়-আলমপুর গ্রামের অবদার বেড়িবাঁধ ভাঙ্গার পরও বন্যার্ত মানুষের পাশে ছিলেন আজও ২০২৪ এর নদী তীরবর্তী মানুষের পাশে এসে দাড়িছেন। আজকে এই নদী তীরবর্তী বন্যা মানুষের জন্য শুকনা খাবার হিসেবে মুড়ি, চিড়া, গুড় এর ব্যবস্থা করেছি। আমরা পরিবার জনগণের পক্ষে সবসময় এই উপজেলার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো: শাহজাহান মোল্লা( সাবেক সহ সভাপতি কুমিল্লা উত্তর জেলা বিএনপি) , মো: নজরুল ইসলাম, প্রফেসার সুলতান আহমেদ কবির ( সাবেক সাধারণ সম্পাদক – পৌর বিএনপি), মো: নজরুল ইসলাম ( আহবায়ক – পৌর বিএনপি) , আব্দুর রহিম ( সদস্য সচিব পৌর বিএনপি), রবিউল আউয়াল সাইফুল ( সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল ও বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর যুবদল) , মোস্তফা কামাল ( যুগ্ন আহবায়ক পৌর বিএনপি ও ৮নং ওয়ার্ড সভাপতি বিএনপি), মো: হারুনর রশীদ মাস্টার ( সভাপতি ২নং ওয়ার্ড বিএনপি), মফিজুল ইসলাম কেনু খাঁন, রাজীব হোসেন ( যুগ্ন আহবায়ক পৌর সেচ্ছাসেবক দল), মো: ওয়াসিম ( সাংগঠনিক সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি), মো: দুলাল আহমেদ, সাবেক ছাত্র নেতা কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ), সাইফুল ইসলাম, মো: শুভ ( সভাপতি ২নং ওয়ার্ড ছাত্রদল) আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এলাকাবাসী জানান, আমরা এর আগে এমন বন্যা দেখিনি। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি।নদী তীরবর্তী মানুষ গুলো এই দুর্যোগকালীন সময়ে খাবার পেয়ে অনেক খুশি ও সন্তোষ প্রকাশ করে।
Posted ২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com