রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক: | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
কয়েকদিন ধরে প্রবল বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার, লক্ষ্মীপুরসহ ১২টি জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কোথাও বুকপানি কোথাও গলা পর্যন্ত। বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনেরও বেশি মানুষ মারা গেছে। এদিকে ফেনীতে সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম সাগর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগষ্ট) আনুমানিক দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইউনুস হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে।
ইউপি সদস্য ইউনছু জানান, সাগর চট্টগ্রামে একটি কারখানায় ও পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সাথে ফেনীতে কাজ করতে আসে। সাগরে সাঁতার কাটতে না পেরে ডুবে যায়। তবে জানা যায়, ওই সময় বিদ্যুতের লাইনটি পানিতে সক্রিয় ছিল।
পারিবারিক সূত্র জানায়, সাগর চট্রগ্রাম থেকে ফেনীতে আসেন। সামাজিক কাজ করতে গিয়ে তিনি মারা যান। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। মরদেহ আনতে একটু সময় লাগবে বলে জানান তারা।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com