ইসমাইল ইমন: | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 26 বার পঠিত
বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরীর মতিয়ারপুলস্থ মানবিক সেবামূলক সংগঠন আবদুল মালেক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক ও বিশিষ্ট সাংবাদিক হাজী আবদুর রহিম শুক্রবার (২৩ আগষ্ট) চট্টগ্রাম নগরীর স্থানীয় যুব সংগঠনগুলোর সংগঠকদের মাঝে বন্যা দুর্গত মানুষদের জন্য মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন প্রদান করেন।
আবদুল মালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আবদুর রহিম দেশের এই দূর্যোগ মুহূর্তে বন্যা দুর্গত মানুষদের দুর্দশা লাগবে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান এবং দেশের ছাত্র – যুবসমাজকে বাংলাদেশ সেনাবাহিনীসহ সরকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন আবদুল মালেক ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল জব্বার, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছাত্র নেতা মোঃ আবদুল রকির, ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইত্তেহাদ বিন রহিম।
Posted ৪:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com