মো:সৌরব: | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 37 বার পঠিত
স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে যুব ফোরাম বেতাগী উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেতাগী যুব ফোরাম এর সদস্য ইমরান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভিন,প্রেসক্লাব সভাপতি ও জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য মোঃ সাইদুল ইসলাম মন্টু, সাপ্তাহিক বিষখালী পএিকায় সম্পাদক মোঃ সালাম সিদ্দিক, পূজা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণ কর্মকার, বেতাগী উপজেলা ইমাম সমিতির সভাপতি মো:জোবায়ের আহম্মদ,উপজেলা এনজিও পরিষদ সমন্বয়ক ও জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য মো রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিমল চন্দ্র শীল ও যুব ফোরামের ৩০ সদস্য।
সভায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সমাজ শান্তি সম্প্রতি ও সহনশীলতা বজায় রাখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য উপস্থিত সবাই মিলেমিশে কাজ করার অংগীকার করেন।
Posted ৩:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com