যশোর জেলা প্রতিনিধিঃ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত
যশোরের মনিরামপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের ত্রাশ বাবুকে ২২ আগষ্ট রাত ১১ টার দিকে বাবুর মামা শ্বশুর বাড়ি কোনাকোলা গ্রামের মৃতঃ কউছার আলীর বাড়ি স্থানীয় জনগণ তাঁকে আটক করে গণ ধোলাই দিয়ে মনিরামপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার বিবরনে জানা যায় বাবু মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছিল এই বাবু। দুই হাজর চোদ্দ সালে আওয়ামী হানাদার দের ছবলে কোনা কোলা বাজার লুট পাটের নেতৃত্ব দান কারি এই বাবু বলে এলাকায় প্রচার আছে।
গত ৫ আগষ্ট আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশ সাধিন হওয়ার পর থেকে বাবু আত্মগোপনে ছিলো।
ঘটনার দিন রাতে স্থানীয় লোকজন কোনকোলা গ্রামে কউছার আলীর বাড়ি বাবু আত্ম গোপনে আছে জানতে পেরে কউছারের বাড়ি ঘেরাও করে বাবুকে ধরে ফেলে তাকে গণ ধোলাই দিয়ে মনিরামপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com