আসাদুজ্জামান তালুকদার: | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
রবিবার (২৫ আগষ্ট) সকাল ১১ টা নাগাদ নেত্রকোণা জেলা প্রেসক্লাবে দৈনিক কালবেলায় প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে।
জেলা প্রেসক্লাবের তৃতীয় তলায় অবস্থিত হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নেত্রকোণা জেলা বিএনপির সদস্য
আবদুর রহমান তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরসহ বেশ কয়েকজন নেতা গত ২৩ শে আগষ্ট শুক্রবার ❝কালবেলা❞র অনলাইনে অনুপ্রবেশ ইস্যুতে বিএনপির অনেকে সমঝোতায় ব্যস্ত শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানান।
এসময় পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির (প্রস্তাবিত) সদস্য শেখ মোজাহিদুল ইসলাম লেলিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার নেতা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার ও আমার সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে ❝কালবেলা❞ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আমরা তাদের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করি, কিন্তু মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com