আনোয়ার হোসেন: | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 35 বার পঠিত
গত ১১ আগস্ট পলাশবাড়ী প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংবাদিক শাহ আলম সরকার’কে প্রধান উপদেষ্টা এবং সাংবাদিক ফেরদাউছ মিয়া ও ছাদেকুল ইসলাম রুবেলকে উপদেষ্টা করা হয়েছে।
একই সাথে প্রেসক্লাবের কাজের গতি বাড়াতে গত ২৪ আগষ্ট ২০২৪ ইং তারিখে প্রেসক্লাবের সকল সদস্যদের সর্ব সম্মতি ক্রমে আরো দুই জনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন,সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান মাষ্টার ও পাপুল সরকার।
উল্লেখ্য,আগামী এক মাসের মধ্যে এই কমিটির মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেয়ার কথা রয়েছে।।
Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com