ভোলা প্রতিনিধি | সোমবার, ২৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত
যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা।
আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট ভোলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা আয়োজন করতে যাচ্ছে।
এসময় জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতাও আয়োজন করবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা জানান, শিক্ষার্থীদের জন্য জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করাও হয়েছে।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান তারা।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com