মো: হুমায়ুন কবির | সোমবার, ২৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 49 বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়ায় দুইটি ইউনিয়নে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল এঁর পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রোয়াইলবাড়ি ইউনিয়ন ও সন্ধ্যায় সান্দিকোনা ইউনিয়নে উক্ত পথ সভায় কয়েক হাজার বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতাকর্মীরা একসাথে হতে পেরে তারা খুবই আনন্দিত।
পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল। এ সময় পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজলু খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুব দলের সদস্য সচিব অতাউল হক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com