মোঃ পাপুল সরকার: | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী দবির উদ্দীন বালিকা উচ্চ বিদয়ালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল আলম সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (কম্পিউটার অপারেটর) সুরাইয়া ফাতেমা আক্তার ইন্নি দীর্ঘ ৮ মাস স্কুলে অনুপস্থিত থাকার পরেও বেতন-ভাতা ঠিক মতই তুলেছেন। ফাতেমা আক্তার ইন্নি তার ছেলের স্ত্রী হওয়ায় কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই তাকে এই সুযোগ সুবিধা প্রদান করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকের সাথে কথা হলে তারা জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। এই সুযোগে শিক্ষার্থীদের রেজিঃ ফী ও প্রশংসাপত্র বিতরণ বাবদ যে টাকা আয় হতো, তার কোনো হিসাব তিনি কাউকে দিতেন না।
একই সাথে অত্র বিদয়ালয়ের অধীনে কয়েকটি দোকান ঘর থেকে যে ভাড়া উত্তোলন করা হয়, সেই টাকা একক ভাবে ব্যবহারেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এই ব্যাপারে শিক্ষক প্রতিনিধি আবু সাইয়েদ আলী প্রধান(ওয়ার্ড আওয়ামীলীগ নেতা)
(ওয়ার্ড আওয়ামীলীগ নেতা) শফিকুল ইসলাম বিএসসি’র প্রধান শিক্ষকের সাথে যোগ সাজশের অভিযোগ উঠেছে।
প্রধান শিক্ষক মাহাবুবুল আলমের সাথে কথা হলে তিনি এই প্রতিনিধিকে জানান, সুরাইয়া ফাতেমা ইন্নির অনিয়মটি তার অজ্ঞাতসারে ঘটেছে। আগামীতে এই রকম অনিয়ম হবে না বলে তিনি অঙ্গীকার করেন। এছাড়া তার বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
এই ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসান বলেন, ” যথাযথ তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com