রবিবার ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাইবান্ধায় ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   67 বার পঠিত

গাইবান্ধায় ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলা বিএনপি’র নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে নেতাকর্মীদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এমন দাবী করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন্নবী টিটুল

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।

অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহামুদুন্নবী টিটুল জানান,
জেলা বিএনপি’র নামে কোনো অফিসিয়াল আইডি নেই। কিন্তু’ ‘জেলা বিএনপি, গাইবান্ধা ও বিএনপি, গাইবান্ধা জেলা (সুবিধাবাদীর যম)’ নামে একাধিক আইডি খুলে নেতাকর্মীদের নামে কুৎসা, মিথ্যা ভিত্তিহীন মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে।

এ সব আইডিতে স্বৈরাচারী শেখ হাসিনার পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে জেলা বিএনপি’র সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিকসহ আমার নামে অসত্য ও অপমানজনক তথ্য প্রচার করছে।

আরও জানানো হয়, বিএনপি জনগণের দল, জনগণের সাথে বিএনপি সব সময়ে ছিল এবং আছে। ভবিষ্যতেও থাকবে। বিএনপি’র সাথে কোনো চাঁদাবাজের সম্পর্ক নেই। কেউ বিএনপি’র নামে চাঁদাবাজি করলে তাকে পুলিশে সোপর্দ করার জন্যও বলা হচ্ছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন, নির্মম নিপীড়ন নির্যাতন সহ্য করে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদের অবশ্যই মূল্যায়ন হবে। বিএনপিতে সুযোগ সন্ধানী হাইব্রিড নেতাদের মেনে নেবেন না ত্যাগী নেতাকর্মীরা।

গত ১৬ বছরে বিএনপি’র নেতাকর্মীরা অসংখ্যবার হামলা মামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কখনও আইন হাতে তুলে নেননি।

বিএনপি’র নেতাকর্মীরা অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিএনপি গণতান্ত্রিক দল, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিএনপি’র ন্যায়সঙ্গত সব আন্দোলন, দাবি দাওয়ার সাথে সাংবাদিকদের পাশে পাবেন বলে আশা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মকছুদার রহমান চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com