রিফাত আবির | বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 73 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর কর্তৃক তিতাস নদীতে ২০২৪-২৫ সালের রাজস্ব খাতের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে দেশী প্রজাতি মাছের সাথে কার্ফ জাতীয় মাছের ব্যাপক চাহিদা বৃদ্ধিতে এ কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেছে বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের অফিস। বুধবার সকালে পোনা অবমুক্তকরণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুরের নেতৃত্বে তিতাস নদীতে ৩৭১.৪২ কেজি পোনা অবমুক্তকরণ করা হয়।
বক্তারা এসময় বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের জন্য নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আজ তিতাস নদীতে মাছ অবমুক্তকরণ করা হয়েছে। মাছ আমাদের বাঙালি জাতির অন্যতম অংশ। মাছে ভাতে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাছ শুধু আমরা নিজেরাই খাবোনা। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। তবেই গ্রামীণ অর্থনীতি সচল হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিটি জলাশয় মাছ চাষের আওতা এনে মৎস্য উৎপাদনে ভূমিকা রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, পোনা অবমুক্তকরণ সদস্য সচিব উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, সহ অন্যান্যরা।
Posted ১২:১০ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com