সোমবার ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হান এর কবর জিয়ারত করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি

মোঃ মনোয়ার হোসেন   |   বুধবার, ২৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   38 বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হান এর কবর জিয়ারত করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম ও রাজশাহীর শিবিরের সাথীবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট দুপুরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আলী রায়হানকে, পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ মঙ্গলবার (২৭ আগস্ট ) আনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকার সময় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া শহীদ আলী রায়হানের গ্রামের বাড়িতে কবর জিয়ারতে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম ও রাজশাহীর শিবিরের সাথীবৃন্দ।

সেখানে কবর জিয়ারত শেষে শহীদ আবু রায়হানের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। করব জিয়ারতের সময় শহীদ আলী রায়হান সহ ছাত্র আন্দোলনের নিহত হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনাকরে দোয়া করেন। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম রাজশাহী টাইমসকে বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ‘স্বৈরাচার’ পতন আন্দোলনে নিহত হওয়া সকল শহীদ পরিবারের আমাদের সংগঠনের পক্ষে থেকে সর্বদা খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং শহীদ পরিবারের পাশে আমরা সবসময় থাকবো।

বিশেষ করে যারা শহিদ হয়েছে ভবিষত্যে তাদের পরিবারদের নিয়ে ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনা আছে। দেশের জন্য আবু রায়হানের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশে অন্য ধর্মালম্বীদের রক্ষায় ছাত্র শিবির সর্বদা কাজ করে যাচ্ছে এবং সৈরাচার সরকার পতনের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যা-লঘুদের উপাশনালয়,ঘর-বাড়ি রক্ষায় ছাত্র শিবির পাহারায় ছিল । আমরা বিশ্বাস করি এই দেশে যারা বসবাস করে তারা সবাই আমাদের আপনজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকাল ধর্মালম্বীদের পাশে সর্বদা আছে এবং থাকবে। আমরা দেশ সংস্কার চাই এবং যেটি সবার জন্য কল্যানকর ও আমরা আগামী দিনে এমন একটি রাষ্ট চাই যেখান কোন ক্ষেত্রে থাকবেনা কোন বৈষম্য যেখান সবাই তাদের নেয্য অধিকার নিয়ে বসবাস করবে ।

এসময় আন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিফাত আলম সভাপতি বাংলাদেশ ইসলামী ছাএ শিবির রাজশাহী মহানগরী, আব্দুল মোহাইমিন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাএ শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়,রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলী,পুঠিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও: আহমাদ উল্লাহ জেলা সুরা ও কর্মপরিশদ সদস্য রাজশাহী জেলা পূর্ব,বাবলু রহমান সাবেক ছাত্র নেতা রাজশাহী জেলা পূর্ব সহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com