মোঃ রাহিজুল ইসলাম | বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বরখাস্তে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলাম এর কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী।
ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম এবং এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন। পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে বুধবার (২৮ আগস্ট ) দুপুরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবোরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে জড়ো হয় এবং প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানিয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে আমি জরুরী মিটিং ডেকেছি। উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শোনা মাত্রই আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষকে নির্দেশ দিয়েছি।
Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com