মোঃ জুয়েল রানা: | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 38 বার পঠিত
চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা, বড় ভবানিপুর, ছোট ভবানিপুর ও সানন্দকরাসহ বেশ কয়েকটি গ্রামের অসহায় বানভাসী মানুষের আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজে আশ্রয় নেয়া মানুষের পাশে দাড়িয়েছেন কচুয়া উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়। এছাড়া বানভাসী ক্ষতিগ্রস্থদের চিকিৎসা সেবা নিশ্চিতসহ সার্বিক বিষয় খোঁজ খবর নেয়া হয়।
এসময় কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্প কর্মকর্তা সফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট আবু তাহের মেসবাহসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com