কক্সবাজার প্রতিনিধি: | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 33 বার পঠিত
গত সন্ধা আনুুমানিক ৭টার সময় বালুখালী ফ্রেন্ডশীপ হাসপাতালে উখিয়ার কোটবাজারের বাসিন্দা এক ডেলিভারির সিজারিয়ান রোগীর জন্য ইমার্জেন্সি রক্ত লাগবে বলে রক্তদাতা নিয়ে গিয়ে, ঘন্টার পর ঘন্টা ঘন্টা অপেক্ষা করিয়ে রাখার পরে অবশেষে ১০:৩০ টা এর সময় রক্ত লাগবে না বলে তাড়িয়ে দেওয়া হয়েছে সেচ্ছাসেবী রক্তদাতাকে।
পাশাপাশি হাসপাতালের ডাক্তার, নার্স, স্টাফ ও সিকিউরিটি গার্ডদের আচরণ গুলো ছিল অত্যন্ত জঘন্য।
শুধু আজ নয়, এর আগে ও বহুবার এমন ঘঠনার স্বাক্ষী হয়েছেন উখিয়া উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলোর অনেক সেচ্চাসেবী ও রক্তদাতা ভাই বোনেরা।
উক্ত ব্যাপারে কতৃপক্ষের সাথে বেশ কয়েকবার কথা বলার পরেও কোন প্রতিকার পাওয়া যায় নি। এমন হয়রানির স্বীকার হতে হচ্ছে সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ রক্ত দাতাদের। বিব্রতকর পরিস্থিতির স্বীকার হচ্ছেন স্হানীয় রোগী ও রোগীর অভিভাবক গণ।
এমতাবস্থায় দিন দিন নিয়মিত রক্তদাতা হারাতে বসছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।
আমরা উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট UKHIYA BLOOD DONATION UNIT পরিবারের পক্ষ থেকে বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের উক্ত হয়রানি ও বাজে আচরনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ও অনতিবিলম্ব এসব বাজে কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছি।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com