কচুয়া প্রতিনিধি: | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 31 বার পঠিত
ফেনী ও লক্ষীপুরে বর্নাতদের মাঝে কচুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত হৃদয় সমাজ সেবার পক্ষ থেকে রান্না করা খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।
গত ২৮ আগষ্ট বুধবার কচুয়া উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের আকানিয়া গ্রামের ”আলোকিত হৃদয় সমাজ সেবা সংগঠন”এর উদ্যোগে অত্র দুই জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে এই মানবিক সংগঠনটি।
সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন পাঠান,জাপান প্রবাসী ও ইন্টারন্যাশনাল চ্যারিটি এলায়েন্সের চেয়ারম্যান হাফেজ মোঃ হাবিব ফকির, শাহজালাল ফকির ও সমাজ সেবক আলমগীর হোসেনের অর্থায়নে এবং সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের তত্বাবধানে অসহায় বন্যাকবলিত মানুষের মাঝে এ সব সমাগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুব আলম পাঠান,সহ-সভাপতি আলমগীর শেখ,আবুবক্কর পাঠান,সাধারন সম্পাদক মহিউদ্দিন ফকির,সাংগঠনিক সম্পাদক সোহেল মীরসহ সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যগন ফেনী ও লক্ষীপুরের প্রত্যন্ত অঞ্চলে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
Posted ২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com